রাকুলের সতর্কবার্তা

নিঃশব্দে মানুষের বিশ্বাস ভেঙে দিচ্ছে এক ব্যক্তি। তার লক্ষ্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ভক্তরা। ঠিক এমন সময়েই সোশ্যাল মিডিয়ার সামনে এলেন অভিনেত্রী নিজে, ছড়িয়ে দিলেন সতর্কতার বার্তা। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, অভিনেত্রী রাকুল প্রীত সিং তার ভক্তদের জন্য জরুরি সতর্কতা জারি করেছেন। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা করছে। জানা গেছে, এক নম্বর থেকে সেই ব্যক্তি নিজেকে রাকুল হিসেবে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে চ্যাট করছে। সোমবার (২৪ নভেম্বর) অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ একাধিক স্ক্রিনশট শেয়ার করে সতর্ক করেন রাকুল। শেয়ারকৃত পোস্টে তিনি লিখেছেন, ‘হাই সবাই… আমার নজরে এসেছে কেউ হোয়াটসঅ্যাপে আমার পরিচয়ে মানুষের সঙ্গে চ্যাট করছে। দয়া করে খেয়াল করুন—এটি আমার নম্বর নয় এবং কোনো অচেনা কথোপকথনে যুক্ত হবেন না।’ এর পর তিনি বলেন, ‘দয়া করে ব্লক করুন।’ রাকুল তার ভক্তদের অনুরোধ করেছেন যেন তারা কোনোভাবেই এমন প্রতারণার শিকার না হন এবং ওই নম্বর থেকে আসা বার্তায় সাড়া না দেন। এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং শ্রিয়া সারন-এর ম

রাকুলের সতর্কবার্তা

নিঃশব্দে মানুষের বিশ্বাস ভেঙে দিচ্ছে এক ব্যক্তি। তার লক্ষ্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ভক্তরা। ঠিক এমন সময়েই সোশ্যাল মিডিয়ার সামনে এলেন অভিনেত্রী নিজে, ছড়িয়ে দিলেন সতর্কতার বার্তা।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, অভিনেত্রী রাকুল প্রীত সিং তার ভক্তদের জন্য জরুরি সতর্কতা জারি করেছেন। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা করছে। জানা গেছে, এক নম্বর থেকে সেই ব্যক্তি নিজেকে রাকুল হিসেবে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে চ্যাট করছে।

সোমবার (২৪ নভেম্বর) অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ একাধিক স্ক্রিনশট শেয়ার করে সতর্ক করেন রাকুল।

শেয়ারকৃত পোস্টে তিনি লিখেছেন, ‘হাই সবাই… আমার নজরে এসেছে কেউ হোয়াটসঅ্যাপে আমার পরিচয়ে মানুষের সঙ্গে চ্যাট করছে। দয়া করে খেয়াল করুন—এটি আমার নম্বর নয় এবং কোনো অচেনা কথোপকথনে যুক্ত হবেন না।’
এর পর তিনি বলেন, ‘দয়া করে ব্লক করুন।’

রাকুল তার ভক্তদের অনুরোধ করেছেন যেন তারা কোনোভাবেই এমন প্রতারণার শিকার না হন এবং ওই নম্বর থেকে আসা বার্তায় সাড়া না দেন।

এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং শ্রিয়া সারন-এর মতো তারকারাও সোশ্যাল মিডিয়া ও মেসেজিং প্ল্যাটফর্মে নিজেদের পরিচয়ে হওয়া ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণামূলক যোগাযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

‘দে দে পেয়ার দে ২’-সহ একাধিক হিট ছবিতে অভিনয় করা রাকুল প্রীত সিং বর্তমানে শক্তিশালী ভক্তগোষ্ঠী ধরে রেখেছেন। সে ভক্তদেরই তিনি সতর্ক করেছেন—প্রতারকদের ফাঁদে না পড়ে সদা সতর্ক থাকার আহ্বান জানিয়ে।

এদিকে অশুল শর্মার পরিচালনায় নির্মিত ‘দে দে পেয়ার দে ২’ সিনেমা বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। সিনেমায় রাকুলের পাশাপাশি অভিনয় করেছেন অজয় দেবগন, মিজান জাফরি, ঈশিতা দত্তসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পায় চলতি মাসের ১৪ নভেম্বর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow