রাঙ্গামাটিতে বিচারকের স্ত্রীর মরদেহ উদ্ধার

2 months ago 7

রাঙ্গামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকা থেকে মুহাইমিনা ইসলাম উর্মি (২৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মৃত মুহাইমিনা ইসলাম উর্মি রাঙ্গামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলম ডক ইয়ার্ডের একটি ভবনের ছয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী, দুই শিশু সন্তান ও মাকে নিয়ে ভাড়া থাকতেন রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী। সন্ধ্যায় হঠাৎ পুলিশের গাড়ি দেখে জানা যায় তার স্ত্রী আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, আলম ডকইয়ার্ডে এক বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছেন, এমন খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। ঘরে প্রবেশ করে দেখি মেঝেতে মরদেহ পড়ে আছে আর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহ থেকে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন ওই নারী।

আরমান খান/এফএ/এমএস

Read Entire Article