রাঙ্গামাটিতে ভারতীয় দুই নাগরিক আটক

2 months ago 38

 

রাঙ্গামাটির বরকল উপজেলায় ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।

আটকরা হলেন, সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্পিডবােট যােগে রাঙ্গামাটি আসার পথে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, স্পিডবােট যােগে ৬ যাত্রী রাঙ্গামাটি আসার পথে বরকল বিজিবির চেকপোস্ট নিয়মিত চেকআপের সময় ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়। তাদের বরকল বিজিবি ক্যাম্প নিয়ে যাওয়া হয়েছে।

বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, বরকল বিজিবি চেকপােস্ট নিয়মিত চেকআপের সময় ভারতীয় দুই নাগরিককে আটকের খবর পেয়েছি। বিজিবিরে আনুষাঙ্গিক কাজ সম্পূর্ণ করে পুলিশের কাছ হস্তান্তর করবে।

সাইফুল উদ্দীন/এমএএইচ/

Read Entire Article