রাঙ্গুনিয়ায় দুইপক্ষের সংঘর্ষে প্রবাসী নিহত

1 month ago 25

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে মো. সেকান্দর মামুন চৌধুরী (৪২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার দিনগত রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে এ ঘটনা ঘটে। নিহত মামুন সরফভাটা ৫ নং ওয়ার্ড মেহের বাপের বাড়ির মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে।

ঘটনা নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে হাসপাতালে ছয়জন রোগী আনা হয়। যাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এরমধ্যে মামুন নামে একজন মারা গেছেন। আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. শাহেদ জানান, হাসপাতালে আনার আগেই মামুনের মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক স্থানে যখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটাচালিত রিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে সরফভাটা মেহের বাপের বাড়ির সঙ্গে তিন পাড়ার উত্তেজনা বিরাজ করে। রোববার এর সমাধান বৈঠকে দুই এলাকার লোকজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমডিআইএইচ/এমএইচআর/জেআইএম

Read Entire Article