ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটির শাখায় ইনসাফ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল বুধবার (২৫ জুন) রাতে। আমন্ত্রিত দর্শকেরা ছবিটি উপভোগ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।
ইনসাফ সিনেমায় বিশেষ চরিত্র অভিনয় করেছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। শো শেষে তিনি বলেন, ‘আসলে আজকে এসে চমক পেয়েছি। পর্দায় যারা ইনসাফ দেখবে তাদের জন্যও চমক হবে এটা। ছবিটা দুর্দান্ত লেগেছে, সত্যি কথা।’
তিনি আরও বলেন, ‘সঞ্জয় সমদ্দার খুব ভালো নির্মাণ করেছেন। রাজ, ফারিণ, বাবুভাই সবাই ভালো অভিনয় করেছেন। আমার বিশ্বাস হচ্ছে না যে রাজ আমার এখানে দাঁড়িয়ে আছে। আমার ভয়ও করছে ওই রকমভাবে যদি একটা কোপ দিয়ে দেয় এখন। হা হা হা। পর্দায় সে দারুণ, ভয়ংকরভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছে। এ ছবির সবাইকে আমার ভালোবাসা। আমি মনে করি আরও ভালো ছবি হবে সামনে।’
ইনসাফ আমন্ত্রিত দর্শক হিসেবে ছিলেন নিমার্তা দেলোয়ার জাহান ঝন্টু, গাজী মাহবুব, অভিনেতা ফজলুর রহমান বাবু, শরীফুল রাজ, প্রযোজক খোরশেদ আলম খসরু, অভি কথাচিত্র পরিবেশনা সংস্থা কর্ণধার জাহিদ হাসান অভিসহ আরও অনেকে।
এবারের ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ ছবিতে শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবিতে তার উপস্থিতি দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে। প্রথমবারের মতো বাণিজ্যিক মসলাদার সিনেমায় নাম লিখিয়ে গানে, অ্যাকশনে, অভিনয়ে নজর কেড়েছেন তিনি। বিশেষ করে ‘আকাশেতে লক্ষ তারা’- গানটিতে ফারিণের পারফরম্যান্স দারুণভাবে আলোচিত হচ্ছে।
এদিকে এসেছে ‘ইনসাফ-২’ এর ঘোষণা। পরিচালক সঞ্জয় সমাদ্দার জানালেন আগামী বছরের ঈদুল আজহায় মুক্তি পাবে ছবিটি। এই মুহূর্তে তৈরি হচ্ছে এ সিনেমার চিত্রনাট্য। এতেও অভিনয় করবেন রাজ-ফারিণ জুটি। চমক হিসেবে দেখা যেতে পারে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকেও।
এমআই/এলআইএ/এমএমএফ/এএসএম