রাজধানীতে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন
রাজধানী ঢাকায় সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে AMIS সার্টিফাইড “Fast Wash Dhaka Man’s Half Marathon 2026 powered by Reedisha Delice Slice Cake”। প্রতিযোগিতাটির আয়োজন করে দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠন Sports Bangla।
এই ম্যারাথনে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ১,০০০ জন রানার অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতাটি রাজধানীর নান্দনিক ও পরিকল্পিত এলাকা হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।
ইভেন্টটিতে মোট দুটি ক্যাটাগরি ছিল— ২১.১ কিলোমিটার (হাফ ম্যারাথন) এবং ১০ কিলোমিটার রান। প্রতিটি ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ৫ জন করে মোট ১০ জন রানারকে পোডিয়াম সম্মাননা প্রদান করা হয় এবং উনাদের সুস্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি বিবেচনায় রেখে মোট ১ লক্ষ টাকার নিউট্রিশন পোগ্রাম এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Kohinoor Chemical Company Bangladesh Limited -এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- ব্রান্ড জনাব গোলাম কিবরিয়া সরকার।
এই আয়োজনের মাধ্যমে রাজধানীতে একটি সুশৃঙ্খল, মানসম্মত ও আন্তর্জাতিক স্বীকৃত দৌড় প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।
রাজধানী ঢাকায় সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে AMIS সার্টিফাইড “Fast Wash Dhaka Man’s Half Marathon 2026 powered by Reedisha Delice Slice Cake”। প্রতিযোগিতাটির আয়োজন করে দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠন Sports Bangla।
এই ম্যারাথনে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ১,০০০ জন রানার অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতাটি রাজধানীর নান্দনিক ও পরিকল্পিত এলাকা হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।
ইভেন্টটিতে মোট দুটি ক্যাটাগরি ছিল— ২১.১ কিলোমিটার (হাফ ম্যারাথন) এবং ১০ কিলোমিটার রান। প্রতিটি ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ৫ জন করে মোট ১০ জন রানারকে পোডিয়াম সম্মাননা প্রদান করা হয় এবং উনাদের সুস্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি বিবেচনায় রেখে মোট ১ লক্ষ টাকার নিউট্রিশন পোগ্রাম এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Kohinoor Chemical Company Bangladesh Limited -এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- ব্রান্ড জনাব গোলাম কিবরিয়া সরকার।
এই আয়োজনের মাধ্যমে রাজধানীতে একটি সুশৃঙ্খল, মানসম্মত ও আন্তর্জাতিক স্বীকৃত দৌড় প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।