রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে পড়তে হয় নানা বিড়ম্বনায়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক আর নগরের নানা প্রান্ত। সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিতে পারেন এক ক্লিকেই।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীতে সরকারি বেসরকারি বেশকিছু কর্মসূচি রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
আজ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বেলা ৩টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া সোয়া ৩টায় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও যোগ দেবেন তিনি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম আজ দুপুর দেড়টায় একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির কর্মসূচি
বিএনপি আজ বিভিন্ন কর্মসূচি পালন করছে। বিকেল ৩টায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টায় থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন।
এছাড়া, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সকাল ১১টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিনে, বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
জামায়াতে ইসলামীর কর্মসূচি
আজ বিকেল সাড়ে ৫টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে একটি প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।