বাংলাদেশের আকাশে আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, যার ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করবেন।
এবার রাজধানী ঢাকায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় শুরু হবে। প্রধান জামাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করবেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ক্বারি হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
উল্লেখ্য, জাতীয় ঈদগাহ মাঠে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম মসজিদে এবার ৪টি জামাত অনুষ্ঠিত হবে :
প্রথম জামাত : সকাল ৭টায়
দ্বিতীয় জামাত : সকাল ৮টায়
তৃতীয় জামাত : সকাল ৯টায়
চতুর্থ জামাত : সকাল ১০টায়
পঞ্চম জামাত : সকাল ১০টা ৪৫ মিনিটে
এছাড়া, কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যা এবার ১৯৮তম জামাত। জামাতটি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এবং ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।
ঢাকায় অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঈদের জামাত
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ঈদ জামাত : আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল সাড়ে ৮টায়। একসঙ্গে ১০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ : দুটি জামাত— প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ : সকাল সাড়ে ৭টায় জমিয়তে আহলে হাদিসের প্রধান জামাত।
বুয়েটের ঈদ জামাত : সকাল সোয়া ৭টায় কেন্দ্রীয় খেলার মাঠে, অথবা অন্যত্র পরিস্থিতি অনুযায়ী।
এছাড়া, বিভিন্ন এলাকার মসজিদে এবং ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে, যেমন :
গুলশান সেন্ট্রাল মসজিদ : সকাল সাড়ে ৬টা, ৭টা, ৯টায়।
লালবাগ শাহী মসজিদ : সকাল ৮টা ও ৯টায়।
পুরান ঢাকা, তারা মসজিদ : সকাল সাড়ে ৮টায় ও ৯টায়।
সোবহানবাগ জামে মসজিদ : সকাল সাড়ে ৮টায়।
এবার ঈদুল ফিতর উদযাপনে রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।