রাজধানীতে চাঁদা না পেয়ে অফিস লুটের অভিযোগ

2 months ago 43

রাজধানীর কলাবাগান থানায় ফেয়ারদিয়া বিল্ডিংয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ‘নূরতাজ ডটকমের’ অফিসে লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার (০১ ডিসেম্বর) ‘নূরতাজ ডটকমের’ পক্ষ থেকে কলাবাগান থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ চাঁদা না দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা এবং বিল্ডিংয়ের মালিক অফিস লুট করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর অজ্ঞাতনামা কয়েকজন লোক এসে অফিস কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা দাবি করে এবং ভয়ভীতি ও হুমকি-ধমকি দেয়। নূরতাজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক সেলিম শেখ তাদের সঙ্গে যোগাযোগ করলে তার কাছেও চাঁদা দাবি করে। টাকা না দিলে মেরে ফেলারও হুমকি দেয় তারা। পরবর্তীতে গত বৃহস্পতিবার অফিস বন্ধ থাকা অবস্থায় তালা ভেঙে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।

নূরতাজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক সেলিম শেখ জানান, বিল্ডিংয়ের ফ্ল্যাট মালিক ইসমাইল এবং কলাবাগান থানার ১৬নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান ভূইয়া প্রথমে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তার লোকজন অফিসে এসে হুমকি- ধমকি দেন। পরবর্তীতে গত বৃস্পতিবার অথবা শুক্রবার অফিস বন্ধ থাকা অবস্থায় তাদের লোকজন দিয়ে অফিস লুট করেন। অফিসের ফ্ল্যাট মালিক ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হুমকি দেন চুপচাপ অফিস ছেড়ে চলে যাওয়ার জন্য।

ফ্ল্যাট মালিক ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চাঁদা দাবি এবং অফিস লুটের বিষয়টি সত্য নয়। নূরতাজ ডটকমের কাছে ৬ মাসের ভাড়া বকেয়া। এ বিষয়ে নুরতাজ ডটকমের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছেন তিনি। তবে, ভাড়া বকেয়ার বিষয়টি অস্বীকার করেছেন নূরতাজের মালিক সেলিম শেখ। তিনি জানান, ব্যাংকের মাধ্যমে প্রতি মাসে ভাড়া এবং সার্ভিস চার্জ পরিশোধ করার প্রমাণ রয়েছে তার কাছে।

চাঁদা দাবি এবং অফিস লুটের বিষয়ে কলাবাগান থানার ১৬নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এসব বিষয়ে আমার জানা নেই। আমি কখনো নূরতাজের অফিসে যায়নি। তবে নূরতাজ ডটকমের কাছে একজন টাকা পাবেন এ বিষয়ে একদিন মালিকের সঙ্গে কথা হয়েছে।

Read Entire Article