রাজধানীতে চীনা নাগরিকের আকুতির দৃশ্য ভাইরাল, পুলিশ যা জানাল

1 month ago 9

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক চীনা নাগরিকের আর্তনাদ ও কান্নাকাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদেশি ওই ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে কিছু একটা বলছেন। এ সময় তার আশপাশে অনেক মানুষ দেখা যায়।

এদিকে ওই ভিডিওতে নেটিজেনরা সমালোচনামূলক মন্তব্য করেছেন। অনেকে মোবাইলটি উদ্ধারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (১০ আগস্ট) এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবারের (৯ আগস্ট) এ ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি।

ওসি আরও জানান, ওই চীনা নাগরিক বিভিন্ন সময় ট্রেনের ছাদে চলাচল করে ব্লগের কাজ করতেন। যদিও তাকে বিভিন্ন সময় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এরই মধ্যে শনিবার তিনি ট্রেনের ছাদে চড়ে দৃশ্য ধারণ করার সময় তার মোবাইল ফোন ছিনতাই হয়। পরে তিনি ট্রেনের নিচে নেমে মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার আকুতি জানান। ওই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওসি জয়নাল বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্তের চেষ্টা করছি। তবে ওই চীনা নাগরিক কোনো অভিযোগ না করায় তার সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। ভুক্তভোগী ব্যক্তি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে কাজ সহজ হতো বলে জানান তিনি।

Read Entire Article