রাজধানীতে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

1 month ago 14

রাজধানীর বাড্ডা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল কুমিল্লা থেকে উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির নাম অনিক মুন্সি (১৯)।

থানা সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর দুপুর দেড়টায় বাড্ডা থানার আফতাবনগর এলাকার ইস্টার্ন হাউজিং মসজিদের বাইরে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি রেখে মসজিদে জুমার নামাজ পড়তে যান।

নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই মিশানুর মাহমুদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি চুরির মামলা করেন।

পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার তাসফিন সিএনজি পাম্পের বিপরীত পাশে অভিযান চালিয়ে অনিক মুন্সিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গ্রেপ্তার অনিক দীর্ঘদিন যাবৎ বাড্ডা থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছে।

বাড্ডা থানার মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাড্ডা থানা পুলিশ।

Read Entire Article