রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

2 months ago 12

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় রাজধানীসহ সারাদেশে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফলে ঢাকার রাস্তা ইট পাটকেল, আবর্জনায় ভরে যায়। এবার সেই নোংরা রাস্তা পরিষ্কার অভিযানে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার বাড্ডা, নর্দ্দা, বসুন্ধরা, মিরপুর, উত্তরা ও সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীরা সড়ক ও বিভিন্ন স্থাপনা পরিষ্কার করেছেন। এ সময় শিক্ষার্থীরা মাস্ক-গ্লাভস পরে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমেছেন। কেউ কুড়াচ্ছেন কেউ আবার সেগুলো সংগ্রহ করে ময়লার গাড়িতে ফেলছেন।

শিক্ষার্থীরা বলছেন, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে। শিক্ষার্থীরা তাদের স্ব স্ব এলাকায় উদ্যোগী হয়ে সমন্বয় করে কাজ করছেন।

রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

তারা বলেন, গত কয়েকদিনে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আমরা যতটুকু পারছি ততটুকু কাজ করছি। সিটি করপোরেশন নিজেরাও একা পারবে না। আমরা চাচ্ছি পরিচ্ছন্নতাকর্মীদের ওপর যেন বাড়তি চাপ না পড়ে। আমাদের সড়ক যেন সুন্দর থাকে সেজন্য কাজ করছি। আমাদের অনেকেই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। একটি সুশৃঙ্খল সড়ক যেন তৈরি হয় সেই প্রত্যাশা রাখছি।

আরও পড়ুন

রাজধানীর নতুন বাজার থেকে বসুন্ধরা পর্যন্ত সড়ক ও আশপাশের আবাসিক এলাকা পরিষ্কারে কাজ করছেন এই এলাকার স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

ভাটারায় প্রধান সড়কে কথা হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা ঐশী সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, আজকের কার্যক্রমটা ছিল আমাদের বেলা ১১টা থেকে। কার্যক্রম ছিল নতুন বাজার থেকে বসুন্ধরা পর্যন্ত। এই আন্দোলন ঘিরে ও সহিংসতায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আমরা সড়ক থেকে সব আবর্জনা পরিষ্কার করব।

তিনি বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছি। এই কাজটি করতে নিজ উদ্যোগে এসেছি। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছি।

এ সময় শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান জাগো নিউজকে বলেন, নিজ ইচ্ছায় বাসা থেকে কাজ করতে এসেছি। আমার স্কুল উত্তরায়। কিন্তু বাসা এই এলাকায় হওয়ায় একাই এখানে এসে কাজ করছি।

রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

অন্যদিকে আগুনে পুড়ে যাওয়া রাজধানীর ভাটারা থানাও শিক্ষার্থীরা পরিষ্কার করছেন। সেখানে থানার সামনে ঝাড়ু দিয়ে আবর্জনা সরানো হচ্ছে। এছাড়াও থানার ভেতরে ও সামনের অংশে পুড়ে যাওয়া চেয়ার টেবিল সরাচ্ছেন তারা।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রিদয় জাগো নিউজকে জানান, থানার মধ্যে যতটুকু সম্ভব ততটুকু কাজ করছি। অসংখ্য কাগজ, ফাইল পোড়া দেখতে পাচ্ছি। আমরা সেগুলো ধরছি না। হয়ত আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো উপকারে আসতে পারে সেগুলো।

জানা গেছে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের একদফা আন্দোলন ঘিরে রাজধানীতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-আওয়ামী লীগের সংঘর্ষে সড়কগুলোতে ইট পাটকেল, লাঠি ও ময়লা আবর্জনার স্তূপ জমে যায়।

আরএএস/এমআরএম/এমএস

Read Entire Article