রাজধানীতে প্রাইভেটকারে বিদেশি মদ, দুই মাদককারবারি গ্রেপ্তার
রাজধানীর মতিঝিল থেকে ৭৭ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাজু (৩৮) ও মো. মেহেদী হাসান (৩২)।
মতিঝিল থানা সূত্র জানায়, সোমবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনে পাকা রাস্তার ওপর একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িতে থাকা রাজু ও মেহেদীকে জিজ্ঞাসাবাদে তাদের গাড়িতে মদ আছে বলে স্বীকার করে। তখন তাদের প্রাইভেটকারের পেছনের ডালায় চারটি পাটের বস্তা থেকে সর্বমোট ৭৭ বোতল বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৫৭.৭৫ লিটার এবং আনুমানিক মূল্য দুই লাখ ৩১ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন কালবেলাকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।