রাজধানীতে ফিরছে মানুষ, যানবাহন চলাচল স্বাভাবিক

3 months ago 63

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। অনেকে ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন ঢাকায়। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। অপরদিকে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ফিরছেন কর্মজীবী মানুষ। 

মঙ্গলবার (১০ জুন) টাঙ্গাইলে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা যায়। 

এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ২০ হাজার ৩শ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১২ হাজার ৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭৫ লাখ ৬৪ হাজার ২৫০টাকা। 

অপরদিকে ঢাকাগামী ১১ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ৭৩ লাখ ৫৬ হাজার ৫০ টাকা।

মঙ্গলবার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার নিয়ে রাজধানীতে মানুষ যাচ্ছেন। তবে কোথায় কোনো যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়ক অনেকটাই ফাঁকা। 

এর আগে ঈদযাত্রায় গত বুধবার ভোর ৪টা থেকে শুক্রবার রাত ১১টা পর্যন্ত টানা যানজট অব্যাহত থাকে। এতে ঈদে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তিতে পোহাতে হয়েছিল। 

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান কালবেলাকে বলেন, ঢাকামুখী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। নির্বিঘ্নেই মানুষ ঢাকায় যেতে পারছেন।

Read Entire Article