রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু

3 months ago 6

রাজধানীর শাহবাগ থানাধীন মালেক শাহ মাজার এলাকায় ও ডেমরার বড়ভাঙ্গা এলাকায় পৃথক ঘটনায় বৃষ্টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. আল-আমিন (৩৫) ও মো. আয়নাল (৩০)।

বৃহস্পতিবার (২৯ মে) রাত সোয়া ১২টায় ও রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আয়নালকে নিয়ে আসা সহকর্মী মো. বাবুল রেজা জানান, নিহত আয়নাল পেশায় দর্জির কাজ করতেন। রাতে কাজ শেষে বাসায় যাওয়ার সময় সচিবালয়ের কাছে মালেক শাহ মাজারের সামনে রাস্তা পারাপারের সময় বৃষ্টির পানির নিচে কারেন্টের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন হয়ে পড়ে গেলে আমরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আল-আমিন লক্ষ্মীপুর সদর জেলার গফুর মোল্লার সন্তান।

অন্যদিকে, ডেমরার বড়ভাঙ্গা এলাকায় একটি রিক্সার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়নাল নামের এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে।

তার ভাই মো. হাবিব জানান, আমার ভাই একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। গতকাল (বৃহস্পতিবার) রাতে গ্যারেজে রিক্সার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কাপাসিয়া এলাকার শামসুদ্দিনের সন্তান। বর্তমানে ডেমরার বড়ভাঙ্গা এলাকায় থাকতেন। নিহত দুই মেয়ে ও এক ছেলের জনক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এএমএ/এএসএম

Read Entire Article