ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশের রাস্তা থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের বিপরীত পাশের রাস্তার ওপর থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধাকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশপাশের লোকের মুখে জানতে পারি নিহত ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানা যাবে।
এমআরএম