রাজধানীর লালবাগের একটি বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪৩)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকার লালবাগ থানার আরএনডি রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলায় একটি বাসা থেকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। লালবাগ থানার উপপরিদর্শক দেবাশীষ তালুকদার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
নিহত নজরুল ইসলাম খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। তিনি লালবাগের বাসায় ভাড়া থাকতেন।
নিহতের ভাই নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম ইমামগঞ্জের একটি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ওই বাসায় তার বৃদ্ধা মা নুর জাহান বেগম, স্ত্রী সায়মা বেগম লোভা, শাশুড়ি এবং তাদের ছোট দুই সন্তানসহ বসবাস করতেন। নজরুলের স্ত্রী সায়মা বেগম লোভা তার শাশুড়ির সহায়তায় নজরুলকে কুপিয়ে হত্যা করেন।
তিনি আরও বলেন, নজরুল বাঁচার জন্য অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি। তার শরীরে ধারালো বঁটির আঘাতে গলা ও দুহাতসহ বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত জখম পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
লালবাগ থানার উপপরিদর্শক দেবাশীষ তালুকদার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন। ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনার তদন্ত করছেন।