রাজধানীতে মুছাব্বির হত্যা: তদন্তে গুরুত্ব যেসব বিষয়ে
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও জোর তদন্ত করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা রয়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব থেকে প্রতিপক্ষের শত্রুতা- সব বিষয় মাথায় নিতে তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “ঘটনার পারিপার্শ্বিক অনেক কিছু নিয়েই আমরা তদন্ত করছি। কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা অনেক কিছুই মাথায় নিয়ে তদন্ত করছি।”