রাজধানীর কদমতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২২ রাউন্ড বারো বোর রাবার কার্তুজ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় এগুলো উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ।
কদমতলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টায় কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকার কুদরত আলী বাজারের পাশের খালি জায়গা থেকে ২২ রাউন্ড বারো বোর রাবার কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার কার্তুজগুলোর গায়ে ‘MAGTECH Riot Control’ লেখা ছিল।
উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।