রাজধানীতে ২৪ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ৩
রাজধানীর কদমতলী এলাকা থেকে ২৪ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১১টার দিকে মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মো. সাগর (২৬), মো. রতন মুন্সী (৩৭) ও মো. আরিফ শেখ (২৭)।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের অবৈধ অস্ত্র প্রতিরোধ টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাত ১০টায় কদমতলীর মাতুয়াইল এলাকার সেন্টু ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে সিটিটিসি টিম মাতুয়াইলের সেন্টু ফিলিং স্টেশনের সামনে অবস্থান করে। পরে রাত ১০টা ৪০ মিনিটের দিকে ওই স্থান থেকে সন্দেহভাজন একটি নীল রঙয়ের টাটা মিনি পিকআপ ও পিকআপে থাকা তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, পিকআপটির পিছনে গাঁজা রয়েছে এবং তাদের দেখানো মতে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনসহ মোট ছয়জনের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার খায়েরের নিকট থেকে জব্দকৃত গাঁজা সংগ্রহ করে আমির শেখ ও সোহেলের নিকট হস্তান্তর করার জন্য ওই স্থানে অপেক্ষা করছিল। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অবৈধ মাদক সংগ্রহ করে কদমতলী এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
পুলিশ জানায়, কদমতলী থানার মামলায় গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।