রাজধানীর ডেমরা এলাকা থেকে আট লক্ষাধিক টাকা সমমূল্যের জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
শনিবার (১০মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- লাবনী বেগম (৩২) ও রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজু (৩৩)।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৮ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের জাল নোট ও জাল নোট বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডেমরা থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ডেমরার পশ্চিম হাজীনগর সারুলিয়া এলাকায় একজন ব্যক্তি জাল নোটসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে সেখানে পৌঁছে পুলিশ এক নারীকে (লাবনী বেগম) দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
পরে লাবনীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার রসুলনগর সারুলিয়া এলাকার একটি ভবনের চতুর্থতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজুকে গ্রেফতার করা হয়। এ সময় ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৮ লাখ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তালেবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ডেমরা থানার মামলায় গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
কেআর/ইএ/জেআইএম