রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

3 hours ago 3

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।  

কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল ইনসপেক্টর আনোয়ারুল ইসলাম। 

তিনি বলেন, বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৩টি ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে বুধবার বিকেল ৪টার দিকে কড়াইলের ওই বস্তিতে আগুন লাগাল খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বিকেল ৪টা ৩৯ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Read Entire Article