রাজধানীর পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

5 days ago 10

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার গেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অজ্ঞাতপরিচয় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার এস আই মাহফুজ বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার গেটের পশ্চিম পাশে অচেতন অবস্থায় এক নারী পড়ে থাকার খবর পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে ঢাকা মেডিকেলের চতুর্থ শ্রেণির কর্মচারীদের খাবারে হোটেলের সামনে অচেতন অবস্থায় এক বৃদ্ধ পড়ে থাকার খবর পাই। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। তাদের মধ্যে এক জনের বয়স আনুমানিক ৫৫ বছর এবং অন্যজনের ৬০ বছর। আমাদের ধারণা অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। স্থানীয় লোকজনের মুখে জানতে পারি দুজনই ভবঘুরে ছিলেন। সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি।

Read Entire Article