রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণ; নিহত ১

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বুধবার (আজ) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে মগবাজারের মুক্তিযোদ্ধা গলির সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  এতে  চা দোকানে থাকা একজন নিহত হয়েছেন।নিহতের নাম সাইফুল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ককটেল বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের উদ্দেশ্য ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণ; নিহত ১

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বুধবার (আজ) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে মগবাজারের মুক্তিযোদ্ধা গলির সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  এতে  চা দোকানে থাকা একজন নিহত হয়েছেন।নিহতের নাম সাইফুল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ককটেল বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের উদ্দেশ্য ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে।

এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow