ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার আগামী নির্বাচনে অংশ নেওয়ারও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
আগামী দিনে রাজনীতি কিংবা নির্বাচন করলে কারো উপদেষ্টা পরিষদ কিংবা নির্বাচনকালীন সরকারের থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি।
আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
আপনি একটি টকশোতে নির্বাচনকালীন সরকারের কথা বলেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘তফসিলের আগে সরকারের বিষয়ে আমি যে বক্তব্য দিয়েছি, সেটা শুধু আমি আমার কথা বলিনি। বলেছি যাদের রাজনীতি করার ইচ্ছা আছে, পরিচিতি বেশি হওয়ার কারণে আমার কিংবা মাহফুজ ভাইয়ের কথা নয়, আরও অনেকে রয়েছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। এখনো হয়তো আছে। সামনে রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। বিভিন্ন জায়গায় আরও হয়তো অনেকে এমন আছেন। আমি মনে করি সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত, একটি সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করার জন্য।’
আরও পড়ুন
আপনি নির্বাচন করবেন কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি।’
করলে আপনার এলাকা থেকে করবেন কি না? এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমি তো বললাম নির্বাচন করব কি না সেই সিদ্ধান্ত নেইনি।’
নির্বাচনকালীন সরকার বলতে আপনি কি বোঝাচ্ছেন? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে, তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে। নির্বাচনকালীন সরকার বলতে অন্য কোনো সরকারের কথা বুঝাইনি।’
‘এই সরকার নিরপেক্ষতার সঙ্গে...আমি মনে করি, যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা নয়, যারা চাইবে তাদেরই উচিত, নির্বাচনের সময়টাতে না থাকা। যাতে কোনো ক্রমেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই। সেটা আমরাও চাই, যেহেতু আমরা এই সরকারের অংশ। ঐতিহাসিক দায়িত্ব আমাদের ওপরও থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়।’
তিনি বলেন, ‘এটা শুধু উপদেষ্টা পরিষদ নয়, আমি মনে করি রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা আগে রাজনীতি করেছেন কিংবা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে। তাদের কারোরই সরকারে থাকা উচিত নয়।’
আপনারা চলে গেলে পদ শূন্য হবে, সেগুলো আবার পূরণ করতে হবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কি? দৃষ্টি আকর্ষণ করলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সেটা তো সরকারের সিদ্ধান্ত। এ বিষয়ে আমি টকশোতে বলেছি। এ বিষয়ে সরকারের ভেতরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের ভেতরে আমরা আলোচনা করব চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে।’
তফসিল ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন বিষয়টাতো এটা- বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। চূড়ান্ত সিদ্ধান্তটা সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে।’
আপনি ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন, এনসিপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটা আগেও বলেছি এনসিপিতেই যে যোগ দেব, এটা ধরে নেওয়া উচিত না। আমি এটা বিবেচনা করবো।’
আরএমএম/এমআইএইচএস/এমএস