রাজনৈতিক দলগুলো নিজেরাও অনেক সংস্কার করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেছেন, বাংলাদেশের গত ৫৫/৫৬ বছরে রাজনৈতিক দলগুলো অনেক বড় বড় ও ভালো ভালো কাজ করেছে। আমরা যখন সমালোচনা করি তখন সে কাজগুলো ভুলে যাই। গত ২০ বছরে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি সরকার পদ্ধতি, ভ্যাট ও পরিবেশ সংক্রান্ত আইনের প্রচলন এবং ই-প্রযুক্তির ব্যবহারসহ বহু কিছু করেছে।
আজ (শনিবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের সংস্কার ভাবনা রয়েছে। ছয় সংস্কার কমিশনের যতগুলো প্রস্তাব রয়েছে এর মূল সুর তিন দলীয় জোটের রূপরেখার মধ্যেও ছিল। কাজেই আমরা মনে করি তাদের মধ্যে যদি এই শঙ্কা দূর হয় যে এই সংস্কারগুলো আমরা ক্ষমতায় দীর্ঘ সময় থাকার জন্য করছি না, তাহলে অনেক কিছুই সংস্কার করা সম্ভব।
আসিফ নজরুল বলেন, আপনাদের মাধ্যমে নিশ্চিত করে বলতে চাই আমাদের এই সরকারের অযথা সময়ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই।
এমইউ/এমএইচআর/জেআইএম