রাজনৈতিক, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ দিতে গঠিত আইন মন্ত্রণালয় কমিটি এখন পর্যন্ত ছয়টি সভায় মোট ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। বুধবার (৫ মার্চ) মধ্যরাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো রাজনৈতিক, হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত হালনাগাদ তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি এখন পর্যন্ত ছয়টি সভায় মোট ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ১৬ হাজার ৪২৯টি রাজনৈতিক, হয়রানিমূলক মামলার তালিকা করা হয়েছে। তালিকার পর প্রত্যেক মামলার রেকর্ড ঘেঁটে আমাদের দেখতে হয়, এটা জেনুইনলি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবি মামলা কি না। নাকি এটা কোনোরকম অনিয়ম বা কারচুপি করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির হত্যা মামলাতো প্রত্যাহার করতে পারি না। প্রতিটা কেস রেকর্ড দেখে-দেখে নিশ্চিত হতে হচ্ছে।
তিনি বলেন, এ প্রক্রিয়ায় ১৬ হাজার ৪২৯টি গায়েবি মামলার মধ্যে এক হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে।
আরএমএম/এমআইএইচএস