‘রাজপথের কথা না শুনলে বিভাগীয় কমিশনারের কানে গরম পানি ঢালা হবে’

2 hours ago 5

রাজপথের কথা না শুনলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কানে গরম পানি ঢালা হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না। 

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি দ্রুত হোল্ডিং ট্যাক্স ও ওয়াসার পানির দাম কমানোর দাবি জানান।  

‘সাধারণ অধিকারের জন্য সংগ্রাম, রাজশাহী’ নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে রাগিব আহসান মুন্না বলেন, ‘রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে মানুষকে বিপদে ফেলা হয়েছে। আমরা হোল্ডিং ট্যাক্সের মাত্রা কমানোর দাবি তুলেছি।’

তিনি বলেন, ‘হোল্ডি ট্যাক্স যদি যদি না কমে, আমরা সিটি করপোরেশন ঘেরাও করব। সিটি করপোরেশনে এখন মেয়র নেই। বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করছেন। আমাদের রাজপথের কথা যদি কানে না যায়, কমিশনার সাহেবের কানে গরম পানি ঢেলে এই কথা শোনানো হবে।’

মুন্না বলেন, ‘অন্যায়ভাবে ওয়াসার পানির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াসার পানির দাম বাড়ালে নিদারুণ কষ্ট হয়। ওয়াসার পানির এত দাম আর কোথাও নেই। দাম পরিশোধে আমরা হিমশিম খাচ্ছি। যতক্ষণ না পানির দাম কমছে, ততক্ষণ লড়াই চলবে। শুধু রাজপথ দখল করা হবে না; ওয়াসা অফিস ঘেরাও করে আমরা দাবি আদায় করব।’

এর আগে নগরের আলুপট্টি মোড় থেকে একটি মিছির বের করা হয়। মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশ করে।

Read Entire Article