রাজবাড়ীতে ছাত্রদ‌ল নেতার অফিস ভাঙচুর, গা‌ড়িতে আগুন

2 days ago 4

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের অফিস ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে শহরের ইয়া‌ছিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে পা‌র্কিং করা একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রা‌ত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে জেলা শহরে। আগুনে ক্ষ‌তিগ্রস্থ গা‌ড়ি‌টি রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেনের বলে জানা গেছে।

পু‌লিশ জানায়, ঘরোয়া মি‌টিংয়ে বিএন‌পির দুটি গ্রু‌পের মধ্যে হাতাহা‌তির ঘটনা ঘটে। পরবর্তী‌তে এক‌টি গা‌ড়িতে আগুন দেওয়া হয়। প‌রে ফায়ার সা‌র্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ছাত্রদ‌ল নেতা আরিফুল ইসলাম রোমা‌ন বলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেনের নেতৃত্বে একদল যুবক কোনো কারণ ছাড়াই আজাদী ময়দানে আমার অফিসে ভাঙচুর চা‌লায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবো।

অন‌্যদিকে বিষয়‌টি জানতে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেনের মোবাইলে একা‌ধিকবার কল ও ক্ষুদে বার্তা পাঠা‌নো হ‌লেও তি‌নি কোনো সাড়া দেননি।

রু‌বেলুর রহমান/জেডএইচ/জিকেএস

Read Entire Article