রাজবাড়ীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

2 months ago 7

রাজবাড়ীতে স্ত্রী নাজমা বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় মো. মকিম মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। রায়ের সময় আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মকিম মোল্লা রাজবাড়ী কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালী উপজেলার কাশমিয়ার বিল এলাকায় নাজমা বেগমকে হত্যা করেন তার দ্বিতীয় স্বামী মকিম মণ্ডল। দ্বিতীয় স্বামীর কাছ থেকে প্রথম স্বামীর কাছে যাওয়ায় ক্ষোভে তাকে হত্যা করা হয়। পরদিন ২২ ফেব্রুয়ারি সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওইদিন নিহতের ভাই মো. ইমাম আলী বাদী হয়ে কালুখালি থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দিলেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রাজ্জাক-২ এর সত্যতা নিশ্চিত করেন।

রুবেলুর রহমান/জেডএইচ/জেআইএম

Read Entire Article