রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন শুক্রবার

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণসহ দেশজুড়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে অংশ নিচ্ছে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ক-প্যানেল ও খ-প্যানেল। প্রতিটি প্যানেলে রয়েছেন ৪৩ জন করে প্রার্থী। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুই দিন ও দুটি ভিন্ন কেন্দ্রে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রথম দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রাজশাহী কলেজ মিলনায়তনে। দ্বিতীয় দিন শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মোট সদস্য সংখ্যা প্রায় ১ হাজার ৭০০ জন। এর মধ্যে প্রায় ৮০০ জন সদস্য রাজশাহীতে এবং বাকি সদস্যরা ঢাকায় নির্ধারিত কেন্দ্রে ভোট প্রদান করবেন। রাজশাহীতে ভোটগ্রহণ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ১৬টি বুথ স্থাপন করেছে। নির্বাচনের সবচেয়

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন শুক্রবার

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণসহ দেশজুড়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে অংশ নিচ্ছে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ক-প্যানেল ও খ-প্যানেল। প্রতিটি প্যানেলে রয়েছেন ৪৩ জন করে প্রার্থী। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুই দিন ও দুটি ভিন্ন কেন্দ্রে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রথম দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রাজশাহী কলেজ মিলনায়তনে। দ্বিতীয় দিন শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মোট সদস্য সংখ্যা প্রায় ১ হাজার ৭০০ জন। এর মধ্যে প্রায় ৮০০ জন সদস্য রাজশাহীতে এবং বাকি সদস্যরা ঢাকায় নির্ধারিত কেন্দ্রে ভোট প্রদান করবেন। রাজশাহীতে ভোটগ্রহণ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ১৬টি বুথ স্থাপন করেছে।

নির্বাচনের সবচেয়ে আলোচিত দুটি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক-প্যানেলের মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান ও খ প্যানেলের চৌধুরি সাইদুর রহমান কোয়েল। 

সাধারণ সম্পাদক পদে লড়ছেন ক প্যানেলের ডা. ভাহসিনা শামীম ভাসু ও খ-প্যানেলের মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

ক-প্যানেল থেকে সহ-সভাপতি পদপ্রার্থী মালেকা মাকসুদা শিলু বলেন, এ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা বরাবরই শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। যেই জয়ী হোক না কেন, সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

ক-প্যানেলের সভাপতি প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান বলেন, আমাদের লক্ষ্য রাজশাহী কলেজকে দেশব্যাপী এমনকি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। আমাদের প্যানেলের সবাই উচ্চ শিক্ষিত ও সাংগঠনিক কাজে দক্ষ। নির্বাচিত হই বা না হই, রাজশাহী কলেজের জন্য আমাদের কাজ চলমান থাকবে।

অন্যদিকে খ-প্যানেলের সভাপতি প্রার্থী চৌধুরি সাইদুর রহমান কোয়েল বলেন, আমাদের প্যানেলের রয়েছে ২৫ দফা কর্মপরিকল্পনা। এর মধ্যে উল্লেখযোগ্য দেড়শ বছর পূর্তি উদযাপন, বার্ষিক সম্মাননা অনুষ্ঠান, স্থায়ী অফিস ভবন নির্মাণ এবং রাজশাহী ও ঢাকায় গেস্ট হাউস স্থাপন। নির্বাচিত হলে আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব।

এই গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহা. হবিবুর রহমান। তিনি জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তার নেতৃত্বে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলা শুধু নতুন নেতৃত্বই প্রতিষ্ঠা করবে না, বরং অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে রাজশাহী কলেজের সার্বিক উন্নয়নে নতুন গতি আনবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow