রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ এসিল্যান্ড রোহান সরকার

ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সম্মানা পুরস্কার পেয়েছেন বগুড়ার জেলার নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। দায়িত্বশীলতা, সততা ও জনবান্ধব ভূমি সেবা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে তাকে এ সম্মান পুরস্কার প্রদান করা হয়। সোমবার ২৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার ভূমি ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ এবং ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’এর শুভ উদ্বোধন অনুষ্ঠান মাঠ পর্যায়ে ভূমি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে মোট ৫৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের সেরা কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন নন্দীগ্রামের এসিল্যান্ড রোহান সরকার। এ বিষয়ে রোহান সরকার বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয় ভূমিসেবার সঙ্গে যুক্ত সকল সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতার ফল। তিনি আরও বলেন, নন্দীগ্রামের মানুষ যেন হয়রানি ছাড়াই ভূমিসেবা পায় সেটিই আমাদের মূল লক্ষ্য ছিল।

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ এসিল্যান্ড রোহান সরকার

ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সম্মানা পুরস্কার পেয়েছেন বগুড়ার জেলার নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। দায়িত্বশীলতা, সততা ও জনবান্ধব ভূমি সেবা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে তাকে এ সম্মান পুরস্কার প্রদান করা হয়।

সোমবার ২৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার ভূমি ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ এবং ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’এর শুভ উদ্বোধন অনুষ্ঠান মাঠ পর্যায়ে ভূমি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে মোট ৫৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের সেরা কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন নন্দীগ্রামের এসিল্যান্ড রোহান সরকার।

এ বিষয়ে রোহান সরকার বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয় ভূমিসেবার সঙ্গে যুক্ত সকল সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতার ফল। তিনি আরও বলেন, নন্দীগ্রামের মানুষ যেন হয়রানি ছাড়াই ভূমিসেবা পায় সেটিই আমাদের মূল লক্ষ্য ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow