রাজশাহী শহরকে আরও সুন্দর-নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রশাসক ড. আ ন ম বজলুর রশীদ বলেছেন, রাজশাহী সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সিটি করপোরেশন নাগরিকদের সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য দপ্তর সংস্থাকে সহযোগিতা করে আসছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা একে অপরকে সহযোগিতা করলে উভয় প্রতিষ্ঠান উপকৃত হবে। রাজশাহী নগরীকে আমরা আরও সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ করতে চাই। মঙ্গলবার (৬ জানুয়ারি) নগর ভবন সরিৎ দত্ত সভাকক্ষে রাসিক এলাকার অভ্যন্তরীণ দপ্তর সংস্থাগুলোরর সাথে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় নগরীর চলমান উন্নয়ন প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্পসহ যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। রাসিক প্রশাসক বলেন, নগরীর রাস্তাঘাট প্রশস্ত হওয়ায় অনেক যানবাহন দ্রুত গতিতে চলে। সেসব যানবাহনের গতি নিরোধ ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করতে পারলে যানজট নিরসন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় তিনি রাসিক ও উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানকে সমন্বয় করে মাস্টারপ্ল্যান তৈরি করার আহ্বান জানান। রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহ

রাজশাহী শহরকে আরও সুন্দর-নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রশাসক ড. আ ন ম বজলুর রশীদ বলেছেন, রাজশাহী সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সিটি করপোরেশন নাগরিকদের সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য দপ্তর সংস্থাকে সহযোগিতা করে আসছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা একে অপরকে সহযোগিতা করলে উভয় প্রতিষ্ঠান উপকৃত হবে। রাজশাহী নগরীকে আমরা আরও সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ করতে চাই।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নগর ভবন সরিৎ দত্ত সভাকক্ষে রাসিক এলাকার অভ্যন্তরীণ দপ্তর সংস্থাগুলোরর সাথে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় নগরীর চলমান উন্নয়ন প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্পসহ যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

রাসিক প্রশাসক বলেন, নগরীর রাস্তাঘাট প্রশস্ত হওয়ায় অনেক যানবাহন দ্রুত গতিতে চলে। সেসব যানবাহনের গতি নিরোধ ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করতে পারলে যানজট নিরসন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় তিনি রাসিক ও উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানকে সমন্বয় করে মাস্টারপ্ল্যান তৈরি করার আহ্বান জানান।

রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম তুহিনুর আলম, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল আলম সরকার, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী বিসিকের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, নদী গবেষক মাহবুব সিদ্দিকী, রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন প্রমুখ। সভায় সূচনা বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

সভায় আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমান বলেন, মহানগরীকে নিরাপদ রাখতে রাসিকের সহযোগিতায় সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে পারলে সবার নিরাপত্তা নিশ্চিত হবে। এ সময় তিনি জনবহুল মোড়ে যানজট নিরসনে ফুটওভার ব্রিজ ব্যবহারে নগরবাসীকে উৎসাহ প্রদানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow