রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবি

বিদ্যুতের প্রিপেইড মিটারের অস্বাভাবিক বিল বাতিল, নগরের যানজট নিরসন, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ এবং রামেক হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতসহ ৩৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর প্রিপেইড মিটারের ‘গলাকাটা’ ও অস্বাভাবিক বিলের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। জরুরি ভিত্তিতে মিটারের ত্রুটি নিরসন এবং গ্রাহক অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা চালুর দাবি জানান তারা। এছাড়া সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ ও কোচিং সেন্টারের বাণিজ্যিক মনোভাব নিয়ন্ত্রণ করে শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক করার আহ্বান জানানো হয়। বক্তারা অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন খাতে অনিয়ম ও অপরিকল্পিত উন্নয়নের কারণে নগরের রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। ফুটপাত দখল, বেআইনি পার্কিং ও লাগাতার যানজটে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশি টহল জোরদার এবং শহরজুড়ে ডিজিটাল সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান তারা। রামেক মেডিকেল কলেজ (র

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবি

বিদ্যুতের প্রিপেইড মিটারের অস্বাভাবিক বিল বাতিল, নগরের যানজট নিরসন, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ এবং রামেক হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতসহ ৩৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর প্রিপেইড মিটারের ‘গলাকাটা’ ও অস্বাভাবিক বিলের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। জরুরি ভিত্তিতে মিটারের ত্রুটি নিরসন এবং গ্রাহক অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা চালুর দাবি জানান তারা। এছাড়া সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ ও কোচিং সেন্টারের বাণিজ্যিক মনোভাব নিয়ন্ত্রণ করে শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক করার আহ্বান জানানো হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন খাতে অনিয়ম ও অপরিকল্পিত উন্নয়নের কারণে নগরের রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। ফুটপাত দখল, বেআইনি পার্কিং ও লাগাতার যানজটে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশি টহল জোরদার এবং শহরজুড়ে ডিজিটাল সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান তারা।

রামেক মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাসেবার অব্যবস্থাপনা দূর করে রোগীদের ভোগান্তি কমাতে প্রশাসনের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নাগরিক স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ না নিলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, উপদেষ্টা ড. অসীম হোসেন, ভাসানী পরিষদ রাজশাহীর সভাপতি জালাল উদ্দিন, নদী বাঁচাও আন্দোলন রাজশাহীর সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু। 

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সুলতান মাহমুদ, সার ডিলার অ্যাসোসিয়েশন রাজশাহীর সভাপতি রবিউল ইসলাম, নিসচা রাজশাহী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলার আহ্বায়ক মো. শফিকুল আলম সমাপ্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow