রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

2 months ago 28

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।

শনিবার (৩০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ভোরে রাজশাহী থেকে মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে হরিয়ান সুগার মিল সংলগ্ন রেল ক্রসিং এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ এখনো ঘটনাস্থলেই আছে। নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা পিবিআই ও সিআইডিকে জানিয়েছি। তারা এলে হয়তো পরিচয় পাওয়া যাবে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

সাখাওয়াত হোসেন/এফএ/এমএস

Read Entire Article