রাজশাহীতে তেলোর ডিপোতে আগুন

5 hours ago 5

রাজশাহীর বাঘমারায় একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তাহেরপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বাঘমারা উপজেলা ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ মোহাম্মদ ইবরাহীম বলেন, ২টি তেলের ডিপো, একটি তেলবাহী লরি এবং পাশের একটি বাড়ি আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেট থেকে আগুন লাগতে পারে। এছাড়া বৈদ্যুতিক তারের কারণে অগ্নিকাণ্ড হতে পারে। তবে কি কারণে এটি ঘটেছে সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না। এখনো ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি।


সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস

Read Entire Article