রাজশাহীতে পরিত্যক্ত রকেট লাঞ্চার উদ্ধার

3 months ago 24

রাজশাহী নগরীতে পরিত্যক্ত অবস্থায় একটি রকেট লাঞ্চার উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় নগরীর মতিহার থানার মির্জাপুর বউবাজার এলাকা থেকে শেলটি উদ্ধার করা হয়।

পরে দুপুর পৌনে ৩টায় আরএমপির বোম ডিসপোজাল ইউনিট মতিহার থানার আবহাওয়া অফিসের পেছনের একটি ফাঁকা মাঠে এটি ধ্বংস করে।

আরএমপি মুখপাত্র ও সিটিটিসি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহীর মতিহার থানাধীন মির্জাপুর বউবাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকরা মাটি কাটার সময় রকেট লাঞ্চার শেল দেখতে পান।

বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর পুলিশ ফাঁড়িকে জানালে এসআই আবুল হাসান ও তার নেতৃত্বাধীন টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করে। পরে দুপুর পৌনে ৩টায় আরএমপির বোম ডিসপোজাল ইউনিটের এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ দল শেলটি ধ্বংস করে।

নিষ্ক্রিয়করণ ও ধ্বংসের সময়ে উপস্থিত ছিলেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক। তিনি জানান, শেলটি পুরোনো হলেও তা বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময় মতো উদ্ধার ও ধ্বংসের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/

Read Entire Article