দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যদের কর্মে ফেরার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর সদস্যরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর সদস্য মাহবুবউল কুদ্দুস সিদ্দিকী।
তিনি বলেন, বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্র সমাজ ও সংগ্রামী সব শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে। এ আন্দোলনে শেখ হাসিনা জনগণের রক্ষক পুলিশ বাহিনীকে দলীয়করণের ঘৃণ্য কাজ করেছেন। পাশাপাশি অতি উৎসাহী পুলিশ কিছু সদস্যরাও ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি চালিয়েছেন।
তিনি আরও বলেন, পুলিশকে যেনো আর দলীয় কাজে ব্যবহার করা না হয়। জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক প্রতিটি পুলিশ সদস্য।
এসময় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর সভাপতি এজাজ আহম্মেদ খান, সাধারণ সম্পাদক কেএম হাসিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম