রাজশাহীতে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার

3 weeks ago 14

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১টার দিকে নগরীর লালন শাহ মঞ্চ এলাকা থেকে দুটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাতে লালন শাহ মঞ্চ এলাকা অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় দুটি শটগান ও একটি রাবার বুলেট পাওয়া যায়।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র। এগুলোতে নম্বর দেওয়া আছে। আমরা এগুলো উদ্ধার করে নিয়ে আসছি। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/এএসএম

Read Entire Article