রাজশাহীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন গৃহবধূ

1 month ago 15
রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মাজেদা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা ভ্যানে চেপে ঘটনাস্থল অতিক্রম করছিলেন। এ ঘটনায় ভ্যানেচালক আহত হন।  নিহত নারী রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার স্বামীর নাম বাচ্চু মিয়া। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া গতির বাসটি দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। পরে বাস ফেলে পালিয়ে যান চালক।  এ বিষয়ে পুঠিয়ার পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, সকালে মাজেদা বেগম ভ্যানে চড়ে ওনার গন্তব্যে যাচ্ছিলেন। তখন বেপরোয়া বাসটি পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। তাতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাজেদা। ভ্যানচালক আহত হন। নিহতের স্বামী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। বাসের চালক পলাতক আছেন। তবে বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Read Entire Article