রাজশাহীতে রাস্তায় আলু ফেলে কৃষকের বিক্ষোভ

3 days ago 9

হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে সড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন।

কৃষকরা জানান, প্রতিকেজি আলু সংক্ষণে আগে হিমাগারে চার টাকা ভাড়া নিত। এবার আট টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়া কমানো না হলে এ কর্মসূচি চালবে। পাশাপাশি মহাসড়ক অবরোধেরও হুমকি দেন তারা।

রাজশাহীতে রাস্তায় আলু ফেলে কৃষকের বিক্ষোভ

এর আগে, জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। ওইদিন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘গত বছর বস্তা হিসেবে হিমাগারে আলু নেওয়া হয়েছে। ৫০ কেজির বস্তায় ৩৪০ টাকা ভাড়া নেওয়া হয়েছে। ফলে প্রতিকেজি সংরক্ষণে খরচ পড়ে প্রায় সাত টাকা। কিন্তু আলুর মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা বস্তায় ৭০-৮০ কেজি পর্যন্ত আলু দেন। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর প্রেক্ষিতে এবার আলু কেজি দরে ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

রাজশাহীতে রাস্তায় আলু ফেলে কৃষকের বিক্ষোভ

তিনি আরও বলেন, ‘ব্যাংকের সুদসহ সব খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন চলতি মৌসুমে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করেছে সর্বোচ্চ আট টাকা। এরপরও চাইলে অ্যাসোসিয়েশনের সদস্যরা এর কমও ভাড়ায় নিজস্ব সিদ্ধান্তে আলু সংরক্ষণ করতে পারবেন।’

সাখাওয়াত হোসেন/এএইচ/জিকেএস

Read Entire Article