রাজশাহীতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশসহ আহত ২০

3 months ago 16

রাজশাহীতে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

আহত দুই পুলিশ সদস্য হলেন, পুলিশ পরির্দশক মো. আলাউদ্দিন ও শাহাদত হোসেন। তাদের মধ্যে শাহাদাত রাজশাহী নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ। আলাউদ্দিন রাজশাহী জেলা পুলিশ লাইনে কর্মরত আছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশসহ আহত ২০

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

স্থানীরা জানান, দুপুর ১টা দিকে মহিলা কলেজ রোডে বিক্ষোভ বের করে শিক্ষার্থীরা। মিছিলটি মহিলা কলেজ অতিক্রম করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। মুহূর্তেই পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এসময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড রাবার বুলের ছড়ে পুলিশ। ৩০ মিনিটের অভিযানে মহিলা কলেজ চত্বর এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

রাজশাহীতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশসহ আহত ২০

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ছাত্ররা মহিলা কলেজ রোডে একটি মিছিল বের করেন। পরে সেখানে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশ, বিজিবি যৌথ টহল রয়েছে পুরো নগরজুড়ে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. সংকর কুমার বিশ্বাস বলেন, আহত দুই পুলিশ সদস্য ভর্তি রয়েছেন। এদের মধ্যে শাহাদাতের মাথায় আঘাত লেগেছে। এছাড়ও আলাউদ্দিনের হাতে আঘাত রয়েছে। এছাড়াও মোট ৯ জন ছাত্র ভর্তি রয়েছে।

সাখাওয়াত হোসেন/এএইচ/জিকেএস

Read Entire Article