রাজশাহীতে ২৪ ঘণ্টায় আটজনের বিষপান, ২ জনের মৃত্যু

4 hours ago 7

রাজশাহীর দুর্গাপুরে গত ২৪ ঘণ্টায় নারী-পুরুষ ও শিশুসহ আটজন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। এদের মধ্যে দুজন নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তারা হলেন- দুর্গাপুর উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৫) ও একই উপজেলার তেবিলা গ্রামের রন্টুর স্ত্রী তহমিনা (৩০)।

চিকিৎসাধীন অন্যরা হলেন- উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশু সন্তান তানজিমুল (৩), কানপাড়া গ্রামের বিথি (৩০), দেবীপুর গ্রামের মহনা (১৮), পানানগর গ্রামের আ. সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০) ও সায়বাড় গ্রামের হাবিবা খাতুন (১৫)। 

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিষপানের রোগী দুর্গাপুর হাসপাতালে ভর্তি হয়। রোগীদের অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে শনিবার দুই নারী হাসপাতালে মারা যান। 

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, বিষপানে হাসপাতালে আট রোগী ভর্তি হয়। এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক দেখে পাঁচজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম আলী বলেন, বিষপানে আত্মহত্যার ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article