রাজস্থানের কাছে বড় ব্যবধানে হারলো পাঞ্জাব

17 hours ago 10

এবারের আইপিএলে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে পাঞ্জাব কিংস। শনিবার রাতে রাজস্থান রয়্যালসের কাছে তারা হেরে গেছে ৫০ রানের বড় ব্যবধানে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ড ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে রাজস্থান রয়্যালস। জবাব দিতে নেমেপাঞ্জাব কিংস থেমে যায় ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে।

এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিলো পাঞ্জাব কিংস। এই ম্যাচে জিততে পারলে দিল্লি ক্যাপিটালসকে পেছনে পেলেউঠে যেতে পারতো শীর্ষে। কিন্তু ৩য় ম্যাচে এসে প্রথম হারের দেখা পেলো পাঞ্জাব। ফলে চতুর্থ স্থানে নেমে গেছে তারা। আর এটা নিয়ে ৪ ম্যাচে রাজস্থানের এটা দ্বিতীয় জয়। ৪ পয়েন্ট নিয়ে তারা উঠে এলো ৭ম স্থানে।

জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ইম্প্যাক্ট ব্যাটার প্রিয়ানশ আরিয়ার উইকেট হারায় কোনো রান না তুলেই। পাঞ্জাবের বিপর্যয় সেখানে শুরু। প্রাবশিরাম সিং আউট হন ১৭ রান করে। স্রেয়াশ আয়ার আউট হন ১০ রান করে। ১ রান করে বিদায় নেন মার্কাস স্টয়নিস।

শুধুমাত্র নেহাল ওয়াধেরা ৪১ বলে সর্বোচ্চ ৬২ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩০ রান। শশাঙ্ক সিং অপরাজিত থাকেন ১০ রান করে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব। ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাজস্থানের পেসার জোফরা আরচার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০৫ রান করে রাজস্থান। ওপেনার জসস্বি জয়সওয়াল করেন ৪৫ বলে ৬৭ রান। ৪৩ রান করেন রায়ান পরাগ এবং ৩৮ রান করেন সাঞ্জু স্যামসন।

আইএইচএস/এমকেআর

Read Entire Article