রাজি হবে বাংলাদেশ : সাবেক ভারতীয় ক্রিকেটারের মন্তব্য

অনিশ্চয়তার মুখে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে এমন জটিল অবস্থা নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে, আলটিমেটাম শেষ হওয়ার আগেই বিসিবি বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়ে যাবে।  নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক বক্তব্যে আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশ (বিসিবি), আপনাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় আছে। আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে, সেখানে কোনো ঝুঁকি নেই। এখন আপনারা যদি না আসেন, তবে আপনাদের পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে।’ এরপর তিনি বলেন,‘আমার মনে হয় বাংলাদেশ হয়তো ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই রাজি হয়ে যাবে এবং জানাবে যে তারা বিশ্বকাপ খেলতে আসছে।’ এসময় তিনি আরও বলেন, ‘আপনাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়া হতে পারে। যাদের হারিয়ে ইতালি টুর্নামেন্ট থেকে বিদ

রাজি হবে বাংলাদেশ : সাবেক ভারতীয় ক্রিকেটারের মন্তব্য
অনিশ্চয়তার মুখে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে এমন জটিল অবস্থা নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে, আলটিমেটাম শেষ হওয়ার আগেই বিসিবি বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়ে যাবে।  নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক বক্তব্যে আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশ (বিসিবি), আপনাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় আছে। আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে, সেখানে কোনো ঝুঁকি নেই। এখন আপনারা যদি না আসেন, তবে আপনাদের পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে।’ এরপর তিনি বলেন,‘আমার মনে হয় বাংলাদেশ হয়তো ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই রাজি হয়ে যাবে এবং জানাবে যে তারা বিশ্বকাপ খেলতে আসছে।’ এসময় তিনি আরও বলেন, ‘আপনাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়া হতে পারে। যাদের হারিয়ে ইতালি টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল, সেই স্কটল্যান্ডের কপাল এবার খুলে যেতে পারে।’ বিশ্বকাপে বাংলাদেশ না খেললে আর্থিক ক্ষতির মুখে পড়বে উল্লেখ করে আকাশ চোপড়া বলেন, ‘আমি মনে করিয়ে দিতে চাই, এর পেছনে বড় ধরনের আর্থিক ব্যাপার জড়িত। আইসিসির আয়ের একটা বড় অংশ বাংলাদেশের মতো দেশগুলোর কাছে যায়। একবার মৌখিক বা লিখিত সম্মতি দেওয়ার পর শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে আইসিসি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এর পুরো দায়ভার বাংলাদেশের ওপর পড়বে এবং ভবিষ্যতে তাদের বড় সমস্যায় পড়তে হতে পারে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow