ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের চার সদস্যবিশিষ্ট একটি টিম পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে দুদকের টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. আব্দুস সামাদ চৌধুরী ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ আলমসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
অভিযান শেষে দুদকের ঠাকুরগাঁও জেলা সমন্বনিত সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে নিম্ন মানের উপকরণ দিয়ে খাবার প্রস্তুত, দুপুরের খাবার আড়াইটায় পরিবেশন করা, ওয়াশরুম অপরিষ্কার, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের বাগান অপরিষ্কার, হাসপাতালে সুযোগ থাকা সত্ত্বেও ডাক্তার কর্তৃক রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার ব্যাপার উৎসাহ জোগানো, হাসপাতালে ওষুধ নিতে আসা গরিব রোগীদের সরকারি নির্ধারিত তিন টাকা টিকিট ফির পরিবর্তে পাঁচ টাকা নেওয়া।
আরও পড়ুন : নিজেরা ফাঁস করা প্রশ্নে চাকরি পেয়ে যোগ দেন চক্রে
তিনি আরও বলেন, আমরা কর্তৃপক্ষে জানিয়েছি। যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলোর দ্রুত ব্যবস্থা নিয়ে ঠাকুরগাঁও দুদক বরাবর অবগত করবে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শোকজসহ রিপোর্ট দিবে। এ বিষয়ে সঠিক ব্যবস্থা না নেওয়া হলে দুদক পরবর্তী পদক্ষেপ নেবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী কালবেলাকে জানান, দুদকের অভিযানে পাওয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কঠোর হস্তে দ্রুত প্রতিরোধ করার জন্য তারা নির্দেশ দিয়েছেন। আমি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিব।
আরও পড়ুন : বসবাসের অযোগ্য রাবির শেরেবাংলা হল, বিকল্প আবাসন চান শিক্ষার্থীরা

2 hours ago
5









English (US) ·