রাত একটার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

3 months ago 12

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে রাত একটার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৬ মে) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দিনগত রাত একটার মধ্যে টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর (পুন.) এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, আগামীকাল বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন দেশজুড়ে বৃষ্টি হতে পারে। তবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির আধিক্য বেশি থাকতে পারে।

আরএএস/এমএএইচ/এএসএম

Read Entire Article