রাত ১১টার পর ইয়ামালকে খেলালেই দিতে হবে জরিমানা!

3 months ago 24

‘যেই দেশ সেই আইন’ এমন একটা প্রবাদ বাংলায় প্রচলিত আছে। জার্মানিতে চলছে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের আসর। ওই দেশে অবস্থানকালে সব দেশকে মানতে হয় সেই দেশের আইন। এবার জার্মানদের এমন এক অদ্ভুত আইনের গ্যাড়াকলে পড়ে চিন্তিত স্পেন।

স্পেনের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আলবেনিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে স্থানীয় সময় রাত ৯টায়। যা শেষ হতে হতে ১১টার বেশি বেজে যাবে। অন্যদিকে স্পেন যদি দ্বিতীয় রাউন্ডে ওঠে সেখানেও তাদের ম্যাচ পড়বে রাত ৯টায়। যা অতিরিক্ত সময়ে গড়ালে শেষ হতে হতে ১২টায় প্রায় বাজবে। স্পেন দলের এবারের ইউরোতে মূল কাণ্ডারি হিসেবে আছেন ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল। আর তাকে খেলালেই মূল বিপত্তিটা বাঁধবে স্পেনের।

জার্মান আইন অনুযায়ী, অনূর্ধ্ব-১৮ এর তরুণরা রাত আটটা পর্যন্ত বাহিরে কাজ করতে পারে। তবে খেলোয়াড়দের ক্ষেত্রে এই সময়টা রাত ১১টা পর্যন্ত। এখন স্পেন যদি লামিন ইয়ামালকে খেলায়, তাহলে ১১টার বেশি বেজে যেতে পারে। সেক্ষেত্রে জার্মান আইন ভঙ্গ করায় তাদেরকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করতে পারে দেশটি।

এমন অবস্থায় চিন্তিত স্পেন কোচ লুইস দে লা ফন্তে। জরিমানা এড়াতে লামিনকে স্কোয়াডে রাখা হবে কিনা, সেটা নিয়ে ভাবতে হচ্ছে তাকে। যদিও স্পেন তাদের সেরা একাদশ নামাতেই বদ্ধ পরিকর।

আরআর/এমএইচ/

Read Entire Article