রাতভর যৌথবাহিনীর অভিযান, ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

1 month ago 16

সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে লুটের পাথর উদ্ধার করে সাদা পাথর এলাকায় ফের প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়াও লুট হওয়া পাথর পরিবহনকারী বেশ কয়েকটি ট্রাক আটকে পাথর জব্দ করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের ধলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে লুট প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

এর আগে বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে এক জরুরি সমন্বয় সভায় পাথর উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আহমেদ জামিল/এফএ/এএসএম

Read Entire Article