রাতে আ.লীগের মিছিল, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

3 weeks ago 19

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাতের অন্ধকারে মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু নেতা। ওই মিছিলের প্রতিবাদে জেলা শহরে সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ইসলামপুর উপজেলার গোয়ালের চরের সভারচর এলাকায় মিছিলটি করেন তারা। 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোয়ালেরচর ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার করা ওই মিছিলের ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে চারদিকে। 

মিছিলের ওই ভিডিওতে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ওই মিছিলের প্রতিবাদে রাতেই জামালপুর শহরের বুড়ির দোকান মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

এসময় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়েও প্রকাশ্যে মিছিলে অংশ নেয়। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করে তারা। তাই অতি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম কালবেলাকে জানান, খুব অল্প সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Read Entire Article